অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ হয়েছে। যা দেশটিতে খুবই বিরল ঘটনা। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের পূর্বে এই ঘটনা ঘটলো। খবর বিবিসির।
ছবিতে দেখা গেছে, উত্তর-পশ্চিমাঞ্চলী শহরে এক ব্রিজে দুই বিক্ষোভের ব্যানার দেখা দিয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ দ্রুত এই বিক্ষোভ বানচাল করে দেয়।
বিক্ষোভের ছবিতে আরও দেখা গেছে, বেইজিংয়ের হাইদাইন জেলার ব্রিজের ওপর দুইটি বিক্ষোভের বড় ব্যানার। এতে প্রতিবাদ জানানো হচ্ছে। এক ব্যানারে লেখা ছিল, আর কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। বিধিনিষেধ না, আমরা স্বাধীনতা চাই। মিথ্যা নয় আমরা মর্যাদা চাই। নেতা নয় আমরা ভোট চাই। দাস নয় আমরা নাগরিক হতে চাই।
আরেক ব্যানারে বাসিন্দাদের স্কুলে এবং কাজে ধর্মঘট করতে বলা হয়েছে। সেইসঙ্গে স্বৈরশাসক এবং জাতীয় বিশ্বাসঘাতক শি জিনপিংকে অপসারণ করার আহ্বান জানিয়েছে।
কংগ্রেসের আগে দেশটির রাজধানী বেইজিংয়ে লোকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। করোনার কারণে বেইজিংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করায় লোকজন ক্ষুব্ধ। বেইজিংয়ে লোকদের প্রবেশ, পর্যটকদের ভ্রম, বাইরে থেকে শহরটিতে বাসিন্দাদের যাওয়া-আসার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।