বিশেষ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর সাজে সাজানো হবে। এ উপলক্ষে ধানমন্ডির ‘টাইনি টটস সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল’ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় "যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতায় শিশু বঙ্গবন্ধু রূপে স্কুল শিক্ষার্থী ‘নামির নিনাদ’কে ডামি হিসেবে সাজানো হয়। জানা যায়, সামারফিল্ড স্কুলের ছাত্র শিশু শিক্ষার্থী নামির নিনাদ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ ও ব্যাংকার কাবেরী মজুমদার এর জ্যেষ্ঠ সন্তান। সে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল হক বেগ-এর নাতি। উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানটি বিশ^ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।