প্রতিবেদক :
রাজধানীর বংশালে একটি মাদ্রাসার পাশের বৈদ্যুতিক টান্সমিটার বিস্ফোরণে ছয় শিশু শিক্ষর্থী দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বংশালের আলুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা ছাত্ররা হলো- মাসুদ (৮), জাবেদ (৭), সাজ্জাদ (৮), মুসতাকিন (১০), আব্দুর রহমান (১১) ও সালমান ফারসি (১১)।
তারা বংশাল আলুবাজারের "মোহাম্মদিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার" মকতব বিভাগের ছাত্র।
মাদ্রাসার শিক্ষক হাফেজ নজরুল ইসলাম জানান, সকালে নাস্তা শেষে ৪তলা ওই মাদ্রাসার ৩য় তলায় একটি রুমে পড়ছিলো এই ছাত্ররা। মাদ্রাসার পিছনের বৈদ্যুতিক ট্রান্সমিটার হঠাৎ বিস্ফোরণ হলে জানালার গ্রিল দিয়ে আগুন ভিতরে ঢুকে পড়ে। এতে ৬ ছাত্র দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সবারই হাত মুখ ও বুকের কিছু অংশ দগ্ধ হয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছে।
আব্দুর রহমানের শরীরের ৩ শতাংশ, সালমান ফারসির ১৪, মাসুদের ৪, মুকতাকিন ৬, জাবেদ ও সাজ্জাদের শরীরের কিছু পড়ে গেছে বলে জানান তিনি।