দ্য বিডি এক্সপ্রেস ডটকমঃ
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন হাজতির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং অন্যজন কারাগারে অসুস্থ হয়ে মারা যান।
বৃহস্পতিবার ঢামেক ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, গাজীপুরের বাসিন্দা ও কাপাশিয়া থানার হত্যা মামলার আসামি হারুনুর রশিদ (৪৫), চূয়াডাঙ্গা দামুড়হুদা এলাকার হত্যা মামলার আসাসি মো. আলমগীর (৩০) ও হাফিজুর রহমান (৪৫)। এদের মধ্যে আলমগীর ও হাফিজুর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর বিকেল কারাগারে অসুস্থ হয়ে হারুনুর রশিদের মৃত্যু হলে কারারক্ষী জাকারিয়া মরদেহ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।