দ্য বিডি এক্সপ্রেস ডটকমঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'গুপ্তহত্যার ঘটনা আসলে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে বড় রাজনৈতিক চক্রান্তের অংশ।'
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের পর রাজাকারদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ২য় পর্বের সূচনা হয়।
দেশে গুপ্তহত্যা প্রসঙ্গে তিনি বলেন, 'যতদিন সন্ত্রাসী জামায়াত ও জঙ্গিদের সাথে বিএনপির মিত্রতা থাকবে, ততদিন গুপ্তহত্যা ও জঙ্গি-সন্ত্রাসের ঘটনায় খালেদা জিয়া ও বিএনপি সন্দেহের তালিকায় থাকবে। বিএনপি-জামাতের ছাতার নিচেই জঙ্গি পুনঃউৎপাদনের কারখানা। সে কারণে সমাজ ও রাজনীতিকে নিরাপদ করতে গুপ্তহত্যাকারী, জঙ্গি ও এদের পাহারাদারদের দমন অনিবার্য।'
হাসানুল হক ইনু বলেন, ‘যারা ব্লগার-প্রকাশক-শিক্ষক হত্যাকারী, তারাই আগুন সন্ত্রাসী, তারাই একাত্তর, পঁচাত্তর, গ্রেনেড হামলার খুনি, এদের বিচার হবেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এ দেশে পাকিস্তানপন্থি রাজাকারদের বিচার যেমন সম্ভব, তেমনি আগুন সন্ত্রাসী, গুপ্তহত্যাকারীদের বিচার এবং মাদ্রাসাভিত্তিক শিক্ষার আধুনিকায়নও সম্ভব এবং তা বাস্তবায়নের মাধ্যমে জাহানারা ইমামসহ সকল শহীদ জননীর প্রতি সম্মান জানানো সম্ভব। প্রয়োজন ঐক্যের।’