কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লংঘনের অপরাধে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭নং বাটাইয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন আলা উদ্দিনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এ জরিমানা করেন।
কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বাটাইয়া ইউপির আওয়ামীলীগ প্রার্থী মোশারফ হোসেন আলা উদ্দিনের প্রচারণার পোস্টার দেয়ালে লাগানোর অপরাধে তাকে ৫’হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।