নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)কর্মকর্তা জাকির হোসেন খানকে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স-এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার তাকে এ পদন্নোতি প্রদান করা হয়।
এর আগে তিনি মিডিয়া ও পাবলিকেশন্স উইং-এর সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে জাকির হোসেন খান বলেন, আমাকে বিটিআরসির মিডিয়া এর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইং এ "সিনিয়র সহকারী পরিচালক" হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। টেলিযোগাযোগ খাতের সমৃদ্ধির সময়ে আপনাদের সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী দিনগুলোতে একসাথে এ খাতের উন্নয়নে কাজ করার প্রত্যাশা রাখি।