প্রতিবেদকঃ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আয়েশা নামে দেড় বছরের এক শিশুকে চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছে পলি নামে এক নারী। পলির গ্রামের বাড়ি শরীয়তপর জেলার নড়িয়ায়। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বার্ন ইউনিটে এঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুর বাবার নাম সবুজ মিয়া। আটক পলিকে সন্ধ্যায় শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।