চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ॥ উপজেলার উত্তর রামনারায়নপুর গ্রামের বৃদ্ধা দ্বীন মোহাম্মদ (৬৫) কে মুখোশধারী সন্ত্রাসীরা অপহরন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় অপহরনের ঘটনা ঘটেছে। অপহৃত দ্বীন মোহাম্মদ এর ছেলে তারেক সাংবাদিকদেরকে জানান, বুধবার সন্ধ্যায় দত্তপাড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে আমতলা নামক স্থান থেকে মুখোশ ধারীরা তার পিতাকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে তারেক বুধবার রাতে চাটখিল থানায় সাধারন ডায়রি করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নাছিম উদ্দিন জানান, অপহরনের বিষয় পুলিশ অবগত আছে। অপহৃত দ্বীন মোহাম্মদকে উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।