নিজস্ব প্রতিবেদক:
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মৌলবাদীদের হাতে নির্মমভাবে রাজীব হায়দার শোভনসহ অন্যান্য শহীদদের সোমবার বিকেলে সমাবেশ ও সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে গড়ে ওঠে প্রজন্ম চত্বর। জন্মভূমির মুক্তির স্বপ্নকে হৃদয়ে ধারণ করে জেগে উঠেছিলো যে তারুণ্য, তাদেরই একজন আহমেদ রাজিব হায়দার শোভন। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে শাহবাগ থেকে বাসায় ফিরছিলেন তিনি। মিরপুরের পলাশনগরে তার বাসার সামনে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে তাকে।
তিন বছরের আন্দোলনে গণজাগরণ মঞ্চ হারায় তার ২৫ এর অধিক সহকর্মীকে।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে, মৌলবাদ উৎখাত করতে গিয়ে যারা জীবন দিলেন, তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার তরুণ প্রজন্ম। অথচ ২৫ জনের মধ্যে একজনের হত্যাকারীদের বিচারও ঠিকঠাক হয়নি। রাজিব হায়দারের খুনিদের মধ্যে দুইজনের সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে ঠিকই, কিন্তু হত্যার মূল পরিকল্পনাকারীর হয়েছে মাত্র ৫ বছর কারাভোগের সাজা হয়েছে। গণজাগরণ মঞ্চ সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।