আন্তর্জাতিক ডেস্ক।।
তরুণীদের উচ্চ শিক্ষার জন্য একটি স্কলারশিপ কর্মসূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার এক পৌরসভা। শর্ত দেয়া হয়েছে, যেসব ছাত্রী তাদের কুমারিত্বের প্রমাণ দিতে পারবে কেবল তাদেরই এ ছাত্রবৃত্তি দেয়া হবে।
এদিকে, এমন ধরনের শর্তমূলক স্কলারশিপের কড়া সমালোচনা করেছেন নারী অধিকার কর্মীরা।
শুক্রবার কোয়া-জুলু নাটাল প্রদেশের উথুকেলা পৌরসভা দেশে উচ্চশিক্ষা লাভ করতে ১১৩ ছাত্রের জন্য স্কলারশিপ ঘোষণা করে।
কুমারি ছাত্রবৃত্তি পুরস্কার কর্মসূচির অংশ হিসেবে যৌন নিষ্ক্রিয় ছাত্রীদের জন্য ১৬ টি স্কলারশিপ বিশেষভাবে মনোনীত করা হয়। এ কর্মসূচি ২০১৫ সালে শুরু হয়েছে। তবে ২০১৫ সালে কত সংখ্যক ছাত্রীকে এ স্কলারশিপ দেয়া হয়েছে তা অস্পষ্ট রয়েছে।
মিসিম্যাং নামে এক নারীকর্মী জানান, পৌরসভার এমন সিদ্ধান্ত একটি ভয়ানক ধারণা। এতে হাস্যকর অনেক স্তর রয়েছে। -আলজাজিরা।