দ্য বিডি এক্সপ্রেস.কম
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পরিত্যাক্ত একটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তখন পাল্টা গুলি ছুঁড়ে র্যাব। এতে দুই জঙ্গি সদস্য নিহত হয়। আহত হয়েছেন এক র্যাব সদস্যও।
রোববার রাত ১২টার দিকে এ অভিযান শুরু হয়। জঙ্গি সদস্যরা কোনো কিছু বুঝার আগেই পুরো এলাকা ঘিরে ফেলে র্যাব সদস্যরা।
’জানা গেছে, র্যাবকে লক্ষ্য করে জঙ্গি সদস্যরা দুইটি বোমা নিক্ষেপ করে। এতে অভিযানে অংশ নেয়া র্যাব সদস্য মাসুদ আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে দুই জঙ্গি সদস্য নিহত হয়। তবে র্যাবের দাবি, নিজেদের বোমা বিস্ফোরিত হয়েই ওই জঙ্গি সদস্যদের মৃত্যু হয়েছে।
অভিযান শেষে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে থাকা র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিরা এখানে প্রায়ই মিলিত হয়ে বৈঠক করতো। ধারণা করা হচ্ছে সেখানে বসেই তারা বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে রাত ১২টায় অভিযান শুরু করি। উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে। সেই সঙ্গে ওই বাড়ির ভেতরেও বোমা বিস্ফোরিত হয়। এরপর র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।’
তিনি বলেন, ‘জঙ্গিদের ছুঁড়া বোমার স্প্লিন্টারের আঘাতে একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যরা পুরো বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়ি থেকে দুইটি ডেডবডি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিজেদের বিস্ফোরিত বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়।’
‘পরিত্যাক্ত বাড়িটি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। যেখানে তিনটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া যায়। এছাড়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, জেএমবির সাংগঠনিক বই, জিহাদি বই, বোমা বহনকারী বেল্ট এবং পাশের ধান ক্ষেত থেকে বেশ কয়েকটি হ্যান্ডগ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।’