আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে সোমবার ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় ছয় মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। গত আগস্টের পর সেখানে বিদেশি সেনাদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় ধরনের হামলা। জঙ্গি গোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
ন্যাটো সেনাদের জনসংযোগ বিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল উইলসন শোফনার এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার আফগানিস্তানে মার্কিন সেনাদের সর্ববৃহৎ সামরিক স্থাপনা বাগরাম বিমানঘাঁটির কাছে ওই আত্মঘাতী হামলাটি হয়েছে। টহলরত সেনাদের ওপর মোটর সাইকেলে করে চালানো ওই হামলায় ছয় ন্যাটো সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ সেনা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ছয় ন্যাটো সদস্যের সবাই মার্কিন সেনা। এছাড়া আহতদের মধ্যেওে দু জন মার্কিন সেনা রয়েছে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছেন। তবে তিনি নিহতের সংখ্যা ১৯ বলে উল্লেখ করেছিলেন।