চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সোয়া ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত যুবকরা হলেন- মোহাম্মদ সিরাজ উদ্দিন (৩৬) এবং মোহাম্মদ আরাফাত (৩৬)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল অক্সিজেন কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকার ওঁৎ পেতে থাকে। রাত ১১টার দিকে র্যাব-৪ নামক একটি কালো পাজেরো গাড়ি এলাকা অতিক্রম করার সময় তাতে তল্লাশি করা হয়। গাড়ির ভেতর প্লাস্টিকের ট্যাপ মোড়ানো অবস্থায় কার্টুনভর্তি ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ গাড়িতে থাকা দুই যুবককে গাড়িসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।