আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে গ্রিস। দেশটির সরকারি সূত্র থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার এ উদ্দেশে গ্রিসের পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করা হবে। এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকবেন। খবর আল জাজিরা।
গ্রিসের প্রেসিডেন্ট প্রকোপিস পাভলোপৌলস ও প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাসের সঙ্গে বৈঠকের জন্য দুই দিনের সফরে গ্রিসে অবস্থান করছেন আব্বাস। সংসদীয় ভোটাভুটিতে ফল স্বীকৃতি দেয়ার পক্ষেই আসবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে গ্রিস পার্লামেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি অপ্রত্যাশিতভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে একটি প্রস্তাব অনুমোদন করে। গত মাসে ইসরায়েল সফরে দেশটির প্রেসিডেন্ট বেনয়ামিন নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে দেখা করেন সিপরাস।
এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রথমবারের মতো উত্তোলিত হয় ফিলিস্তিনের জাতীয় পতাকা। এর পর থেকেই বিশ্বের বৈশ্বিক স্বীকৃতির জন্যে কাজ শুরু করেন মাহমুদ আব্বাস। তার ধারাবাহিকতায় মঙ্গলবার গ্রিসের কাছ থেকে স্বীকৃতি পেলে আরেক ধাপ এগোবে আব্বাসের অভিযান।