জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, হাজার হাজার শিক্ষার্থীদের পরিবহন সংকটের জন্য ডাবল শিফট চালু করা প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ সংকট নিরসনের জন্য আন্দোলন করে আসলেও প্রশাসন এ ব্যাপারে নির্বিকার ভুমিকা পালন করছে।
তারা আরো বলেন, পরিবহন সংকট নিরসন ও হলের দাবিতে জন্য আন্দোলনের সময় কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনিশ্চয়তাকে বহুগুনে বাড়িয়ে তুলছে বলে দাবি করেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশুক জবির সাভার রুটের বংশী বাস থেকে পরে নিহতের ঘটনায় কর্তৃপক্ষের কাছে ক্ষতিপুরন হিসেবে কমপক্ষে ৩০ লক্ষ টাকা দাবি করেন প্রগতিশীল ছাত্রজোট নেতারা। এ সময় বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন হল নির্মাণ করারও দাবি জানানো হয়। দাবি পুরন করা না হলে ১৩ ডিসেম্বর দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন তারা।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।