কুমিল্লা প্রতিনিধি:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। বর্তমান মেয়র বিএনপি নেতা মঞ্জিল হোসেন ও তার ভাই যুবদল নেতা ইমান হোসেন। তারা বিএনপি থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মাহফুজুল হক, বিএনপির হারুন অর রশিদ, জাতীয় পার্টির সফিকুল ইসলাম পাটওয়ারী, স্বতন্ত্র আবুল খায়ের পাটওয়ারী, স্বতন্ত্র মঞ্জিল হোসেন ও তার ভাই ইমান হোসেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ৯ জন আর সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৫৮ জন মনোনয়পত্র জমা দেন।
এ ব্যাপারে মেয়র প্রার্থী ইমান হোসেন বলেন, ‘আমার ভাই মঞ্জিল হোসেন দীর্ঘদিন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আমি দীর্ঘদিন রাজনীতি। তাই এবার প্রার্থী হয়েছি। জনগণ যাকে খুশি ভোট দিয়ে নির্বাচন করতে পারবে।’