বিনোদন ডেস্ক।।
হলিউডের অভিনেত্রী কেটি হোমস দুই বছর যাবত লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন গায়ক ও অভিনেতা জেমি ফক্সের সঙ্গে। এমন খবর কেটির এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এখনও গোপন রেখেছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।
চার বছর আগে টম ক্রুজের সঙ্গে কেটি হোমসের সংসার ভেঙেছে। তাদের ঘরে এক সন্তানও রয়েছে। তবে কেটি তার বর্তমান প্রেম নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না। কারণ তিনি চান না বিষয়টি নিয়ে কোন প্রকার গুজব রটুক।