সংবাদদাতাঃ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা কিরণ ও যুবলীগ কর্মী মহিদুল গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, ঐ এলাকায় আসামি ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে কিরন হোসেন ও মাহিদুল ইসলাম রুবেল নামে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ ও ৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। কিরন ও মাহিদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তারা স্থানীয় নাছির ও লাদেন বাহিনীর সদস্য বলে জানান তিনি।
তবে যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কিরন হোসেন তাদের সদর উপজেলার কমিটির নেতা। অন্যদিকে মাহিদুলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে উপজেলা যুবলীগ।