দ্য বিডি এক্সপ্রেসঃ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল মেলবোর্ন থেকে রওনা দিয়ে বাংলাদেশ দল রবিবার রাত পৌনে আটটায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আশপাশের রাস্তাঘাট ভক্তদের সমারহে ভরে গেছে।
এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত সদস্যদের স্বাগত জানাতে হাজার হাজার ক্রিকেটপ্রেমী বিমানবন্দর এলাকায় ভিড় জমান। সবার হাতে হাতে শোভা পায় টাইগারদের অভিনন্দনবার্তা-সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড।
বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে।
বাংলাদেশ ও ভারতের ম্যাচের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সময়মতো উইকেটগুলো পেলে আমরা ম্যাচটা জিততে পারতাম।’