সংবাদদাতাঃ রাঙ্গামাটির কাউখালীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতছড়িস্থ পাইন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউখালীর বেতছড়ি এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০) ও তার নাতি অনিক (৭) স্থানীয় একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় হাঠাৎ করেই বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে নানি-নাতির শরীরে উপর ছিঁড়ে পড়ে। এত তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা বলেন, নিম্নমানের তার দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন টানার এই তারটি ছিঁড়ে গিয়ে দুই জনের প্রাণ চলে গেলো।