প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ২০টি পেট্রোল বোমা ও ২০টি ককটেলসহ রেজাউর রহমান ফাহিম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফাহিম ১৬ ফেব্রুয়ারি গুলশানে নৌমন্ত্রীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার প্রধান সন্দেহভাজন ও বিএনপির কর্মী বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০টি পেট্রোল বোমা ও ২০টি ককটেল উদ্ধার করা হয়।