দ্য বিডি এক্সপ্রেসঃ চাটখিল কলেজ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এলামনাই এসোসিয়েশনের নেতৃবিন্দ। চাটখিল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি জহির আব্বাস চৌধুরী মিলনের নেতৃত্বে
কলেজের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
চাটখিল কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক কবীর আহম্মদ মুন্সির ঐকান্তিক সহযোগীতায় কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রতিবছর বিভিন্ন কমসূছি পালন করে আসছে।
উক্ত এলামনাই অ্যাসোসিয়েশন বর্তমানে ঢাকাস্হ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের মাধ্যমে একটি সফল সংগঠন হিসাবে আত্নপ্রকাশ করছে।