
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের স্বাক্ষরের পর এই রায় প্রকাশ পেল। প্রকাশিত রায়টি ৫৭৭ পৃষ্ঠার।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কামারুজ্জামান। আপিলের শুনানি শেষে বর্তমান প্রধান বিচারপতি এসকে সিনহা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আসামির মৃত্যুদ্ল বহাল রাখেন। তবে অপর বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে পারবেন ট্রাইব্যুনাল।