প্রতিবেদকঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে
এলাকাবাসী জানায়, নিহত যাবদপুর ইউনিয়নের লেবুতলা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী আমিরুল ইসলাম (৩৫) ও জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়জুল (৪৫) ও আহত ফারুক ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আমিরুল ইসলাম ও ফয়জুল মারা যান।
আহত হন ফারুক হোসেন। তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ বিএসএফের কাছ থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।