দ্য বিডি এক্সপ্রেসঃ স্মার্টফোন ব্যবহার করে মাত্র ১৫ মিনিটেই এইডস এবং অন্যান্য রোগ নির্ণয় করা যাবে, এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছেন একদল গবেষক।
ডিভাইসটি ডঙ্গল আকারে স্মার্টফোনের সাথে যুক্ত করে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের কাজ সম্পন্ন করে থাকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের গবেষকেরা এই ডিভাইসটি তৈরি করেছেন।
এটি স্মার্টফোনের সাথে যুক্ত করে রক্ত পরীক্ষার কাজটি করতে হয়। ডিভাইসটি চলার জন্য প্রয়োজনীয় চার্জ এটি স্মার্টফোন থেকেই সংগ্রহ করে নেয়।
ডিভাইসটির মাধ্যমে ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ৯৬ জন রোগীর রোগ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা। গবেষক দলের সদস্যরা জানান, একই ধরণের অন্যান্য ডিভাইস বর্তমানে বাজারে পাওয়া যায়। কিন্তু সেসব ডিভাইসের মূল্য খুবই বেশি।
অন্যদিকে এই ডিভাইসটির দাম পড়বে মাত্র ৩৪ ডলার। এছাড়া অন্য ডিভাইসের ক্ষেত্রে আলাদা বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলেও এই ডিভাইসটিতে সেই সমস্যাও নেই। ডিভাইসটি শীঘ্রই বাণিজ্যিকভাবে বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকেরা।