
আহতদের ১৯ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে এবং ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের নাম এখনো জানা যায়নি।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ও সদর থানার ওসি রাজিউর রহমান জানান, রাত সাড়ে ৯ টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলা সীচা থেকে নাপু পরিবহনের একটি বাস ঢাকার পথে রওনা হয়। জেলা সদর থেকে পুলিশ পাহারায় আরো বেশ কিছু যানবাহনের সাথে পুনরায় ঢাকার পথে রওনা দেয় বাসটি। পথে ওই এলাকায় অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারলে এক শিশুসহ পাঁচজন মারা যায়।