সংবাদদাতাঃ নোয়াখালী জেলা প্রথামিক শিক্ষা অফিসার কার্যলয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানান, রাত সাড়ে ৮টার দিকে সহকারী জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো: শাহিনুল ইসলাম মজুমদারের কক্ষে আগুন দেখে নৈশ প্রহারী শিক্ষা অফিসারকে জানান। পরে তিনি ফায়ার সার্ভিস কে খবর দিলে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
সহকারী জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো: শাহিনুল ইসলাম মজুমদার জানান, আমার কক্ষে রাত সাড়ে ৮টার দিকে আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অফিসের চেয়ার ও কিছু বই আগুনে পঁড়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।