প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতোয়াইল কাঠেরপুল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-১০ এর ডিএডি নাজমুল ইসলাম তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহত যুবকদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাদের দু’জনেরই পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বলেন, ‘কাঠেরপুল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
কাঠেরপুল এলাকায় রাতে কয়েক যুবক টহলরত র্যাব সদস্যদের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালায়। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।