প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভূরুলিয়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় অপটিন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৪০ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় চারটি হাত বোমা, সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অপটিন কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ৪০ শিবির কর্মীকে আটক ও সেখান থেকে চারটি হাত বোমা, দুইটি বড় ব্যানার, সরকারবিরোধী বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটক শিবির কর্মীদের রাতে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, ওই কোচিং সেন্টারে স্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা কোচিং নিয়ে থাকেন। কোচিং সেন্টারটি শিবির নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।