সংবাদদাতাঃ চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিসান বাহিনীর ক্যাডার কামাল হোসেনকে আটক করে। শুক্রবার গভীর রাতে রাতে জিসান বাহীনির ক্যাডার কামাল হোসেন ওরফে গরু কামালকে শ্রীপুর থেকে থানা পুলিশ আটক করতে সমথ হয়। আটকৃত কামালের বাড়ি উপজেলার শ্রীপুর গ্রামে, তার পিতার নাম বশির উল্লা। চাটখিল থানা সূত্রে জানা যায়, তার নামে একাধিক খুনের মামলা রয়েছে এবং সম্প্রতি র্যাবের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত সোলেয়মান উদ্দিন জিসানের সহযোগী হিসেবে কাজ করতো।আটককৃত কামালের নিকট থেকে তথ্য উৎঘাটনের জন্য জিঙ্গাসাবাদ চলছে।