প্রতিবেদক : আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নাগরদোলা ভেঙে পড়ায় এক দম্পতি আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দম্পতির নাম মুজাহিদুল ইসলাম (২৬) ও সুমাইয়া সুলতানা (২১)। সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আর মুজাহিদুল ইসলাম ইঞ্জিনিয়ারিং পাস করে পদ্মা সেতু প্রকল্পে কাজ করছেন। মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টায় নাগরদোলায় ওঠেন তারা। হঠাৎ নাগরদোলা ভেঙে পড়ে। এতে কয়েকজন আহত হন। তবে অন্যদের নাম বলতে পারেননি তারা। আহতাবস্থায় তাদের প্রথমে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সুমাইয়া মাথা ও পায়ে এবং মুজাহিদ কোমরে ব্যথা পেয়েছেন বলে জানান তারা।