
আইনমন্ত্রী বলেছেন, ‘আমারা আগেই বলেছিলাম আইন করার পূর্বেই এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। সেই প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।’
১৬ তম সংশোধনীর ওপর রুলটি বিচারাধীন রয়েছে। তারপরও আইন প্রণয়ন বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এমন কিছু করছি না যেটা আদালত অবমাননা হয়। এছাড়া ঐ সংশোধনীর ওপর কোনো স্থগিতাদেশ নেই। হাইকোর্ট যদি রায় দেয় ১৬তম সংশোধনী থাকবে না। তাহলে আমরা আর আগাবো না।’‘