
ওবামা তার বক্তব্যে বলেছেন, 'আমরা দুই দেশের মধ্যে বেসামরিক পরমাণু শক্তি সহযোগিতা চুক্তির পূর্ণ বাস্তবায়নে একমত হয়েছি।'
তিনি আরো জানিয়েছেন, বেসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পরবর্তী ধাপে উন্নীত হলো।
ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, 'যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সমঝোতার ক্ষেত্রে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি ভরকেন্দ্র হিসেবে কাজ করেছে। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ছয় বছর পর আমরা এখন বাণিজ্যিক সহযোগিতার দিকে অগ্রসর হচ্ছি।'
উল্লেখ্য, ২০০৮ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্য বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক দুর্ঘটনার দায় কে নিবে তা নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয়েছিল। এর আগে, পারমাণবিক শক্তি উৎপাদনের সরঞ্জাম সরবরাহকারীদের আইনগত সুরক্ষা দিতে ভারত অনীহা দেখিয়েছিল।