দ্য বিডি এক্সপ্রেসঃ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দলকে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য রাষ্ট্র মিসর ও ফিলিস্তিনসহ কয়েকটি রাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওআইসি, সার্ক ও আসিয়ানভুক্ত রাষ্ট্রের কূটনীতিকদেরকে চলমান পরিস্থিতির বিষয়ে ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানান। ব্রিফিংয়ের সময় কূটনীতিকরা দেশের চলমান সহিংসতা ও অগ্নিকাণ্ডে প্রাণহানি ও সম্পদহানির ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন বলেও জানান তিনি। একইসঙ্গে কূটনীতিকরা সংকট উত্তরণে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৬ জানুয়ারি থেকে দেশে অবরোধ চলছে। অবরোধে গাড়িতে পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অবস্থান তুলে ধরতে গতকাল তৃতীয় দিনের মতো বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন। একইসঙ্গে সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন। ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।