বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন রূপে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। লাস্যময়ী কালো চুলের প্রিয়াঙ্কাকে যাদের পছন্দ তাদের জন্য অবশ্য বিষয়টি একটু কষ্টদায়ক। কারণ নিজের চুল ছেঁটে ছোট করেছেন এ অভিনেত্রী।
৩২ বছর বয়সি এ তারকা এ খবর জানিয়েছেন তার টুইটার বার্তার মাধ্যমে। গত ১৭ জানুয়ারি শনিবার তিনি তার টুইটারে একটি পোস্ট করেন।টুইটারে তিনি লিখেছেন, ‘এখন সময় নিজের ইচ্ছাই কিছু করার। কিছুটা উত্তেজনা অনুভব করছি। চুল ছেঁটে ফেলছি!
শুধু তাই নয় পরবর্তীতে তিনি তার চুল ছাঁটার একটি ছবিও তার টুইটারে প্রকাশ করেছেন।
এরমধ্যে দিয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা,আনুশকা শর্মাদের সঙ্গে নাম লেখালেন প্রিয়াঙ্কা। কারণ গত বছর নিজেদের চুল ছেঁটে ছোট করেছিলেন এ অভিনেত্রীরা।