প্রতিবেদকঃ টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় রেললাইন লাইনে পা আটকে যাওয়ার পর ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জি আর পি থানা সু্ত্রে জানা যায়, ট্রেন আসতে দেখে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করতে গিয়ে লাইনে ওই যুবকের পা আটকে যায়। কনটেইনারবাহী ট্রেনটি তার ওপর দিয়েই চলে যায়।
“এতে তার দেহ চার টুকরো হয়ে যায়। একটি পা রেলের দুই পাতের সংযোগস্থলেই আটকে ছিল।”
নিহতের পরনে নীল-হলুদ চেক লুঙ্গি ও নেভি ব্লু গেঞ্জি ছিল। তবে তিনি ইজতেমায় যাচ্ছিলেন কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।