প্রতিবেদক : ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের গুলশানের বাসায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে রাত ১০টার দিকে এরশাদসহ অন্যরা বেরিয়ে যান। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজা আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।