১৫,জানুয়ারিঃ শান্তিতে নোবেল বিজয়ী এবং পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় করা মামলার শুনানি দেশটির সামরিক আদালতে অনুষ্ঠিত হবে। খবর ডন’র।
পেশোয়ারের সামরিক আদালতে মামলার শুনানির জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তানের আইন মন্ত্রণালয়। সামরিক আদালত গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বিচারের জন্য সন্ত্রাস বিরোধী আদালত থেকে মামলাটি স্থানান্তর করা হবে। ২০১২ সালে স্কুল থেকে ফেরার পথে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে মালালার ওপর হামলা করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয় মালালা। সমপ্রতি দেশটির পার্লামেন্টে সামরিক আদালত আইন পাস হয়।