প্রতিবেদকঃ১৫,জানুয়ারি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতালের আগে বুধবার রাতভর পুলিশ এ সাঁড়াশি অভিযান চালিয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বলেন, হরতাল-অবরোধের মধ্যে সহিংসতা মোকাবেলায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২৩ জন আটক হয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সহিংসতার মামলার আসামি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে ৫ জামায়াত, ৮ জন শিবির এবং ১০ জন বিএনপি কর্মী আটক করা হয়েছে।
মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে সূত্র জানিয়েছে।
তাদের বিভিন্ন সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।