দ্য বিডি এক্সপ্রেসঃ বিশ্বের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবল কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। সোমবার রাতে চূড়ান্তভাবে তার নাম ঘোষণা করে ফিফা।
স্পেনিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লোস আনচেলত্তি ও একই দেশের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়াগো সিমনকে হারিয়ে সেরা কোচ নির্বাচিত হন তিনি।
ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-এ আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলেন ৫৪ বছর বয়সী জোয়াকিম লোর শিষ্যরা।
জোয়াকিম লো ৩৬ দশমিক ২৩ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনচেলত্তি পান ২২ দশমিক ০৬ শতাংশ, আর সিমন পান ১৯ দশমিক ০২ দশমিক ভোট।