
চ্যাম্পিয়ন হওয়ার জন্য গ্র্যান্ড ফাইনালে শীর্ষ সাত প্রতিযোগীর অন্যতম ছিলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার এই কৃতী সন্তান।
এই প্রতিযোগিতায় অন্যান্য ছয় প্রতিযোগী হলেন নাবিলা, প্রান্ত, এ্যানি, তারেক, মেরি, বিভোর ও হৃদয়। সবাইকে পেছনে ফেলে সেরার মুকুট জয়ের খবর চাটখিলে পৌছলে সর্বত্র আনন্দের বন্যা বয়ে যায়।
অনুষ্ঠানের শেষ দিকে বিচারক সামিনা চৌধুরী, শাহনাজ রহমত উল্লাহ, রেজয়ানা চৌধুরী বন্যা ও ইবরার টিপু এবং দর্শকদের এসএমএসের প্রাপ্ত ভোটে তারেক কে বিজয়ী ঘোষণা করা হয়।