বিডি এক্সপ্রেসঃ সারদা কাণ্ডে পরিবহণ মন্ত্রী মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পরই বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'রাজনৈতির উদ্দেশ্যে মদনকে গ্রেপ্তার করা হয়েছে। মদন কি চোর, ডাকাত, খুনি? বিজেপি গায়ের জোরে সব কিছু দখল করবে ভাবছে। একজন ক্যাবিনেট মন্ত্রীকে এ ভাবে গ্রেপ্তার করা যায় না।'
তিনি আরও বলেন, 'রাজ্যে ঢুকে এক্তিয়ার লঙ্ঘন করে যে কাউকে গ্রেপ্তার করা যায়? এটা গণন্ত্রের পক্ষে একটা অশনি সংকেত। দেশের ধর্ম নিরপেক্ষতাকেও নষ্ট করছে ওরা। সৈৗজন্যও জানে না। তা হলে অন্তত আলোচনা করতে পারত। গ্রেপ্তার হওয়ার আগে যে ভাবে পার্টির প্রেসিডেন্ট নাম ঘোষণা করেছেন, তাতে বোঝা যাচ্ছে সিবিআই এখন বিজেপি-র কলের পুতুল।
মদনের গ্রেপ্তারি একটা জঘন্য চক্রান্ত। ইচ্ছে করে ওকে শুক্রবার গ্রেপ্তার করেছে। যাতে শনি-রবিবার আইনি পদক্ষেপ নেয়া না যায়। আমরা এ ভাবে চুপ করে থাকব না। সারা দেশে আন্দোলন গড়ে তুলব। বাংলার আবেগকে আঘাত করা হয়েছে।'
এর পরই কার্যত নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করে বলেন, 'নরেন্দ্র মোদির কত পুলিশ আছে, অমিত শাহ-র কত গুন্ডা আছে দেখব। আমি এখন মদনকে দেখতে যাব। এর শারীরিক অবস্থা ভালো নয়। ক্ষমতা থাকলে আমায় গ্রেপ্তার করে দেখান। সারা দেশ থেকে বিজেপি ধূলিসাত্ হয়ে যাবে। বিজেপি-র বিরুদ্ধে যে সব দল লড়বে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে।'
পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার জেরার পর রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরা চলাকালীন তিনি কোনও প্রশ্নের ঠিকঠিক উত্তর দিতে পারছিলেন না।