বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ঋণপ্রবাহের মাধ্যমে ২০০৮-০৯ অর্থবছরে জিডিপিতে ব্যাংক খাতের অবদান ছিল ৪৬ শতাংশ। ২০১৩ সাল শেষে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। দিন দিন বাড়ছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। অনেক ব্যাংক সুদের হার কমিয়ে আনছে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘বার্ষিক ব্যাংকিং কনফারেন্স-২০১৪’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন নিয়ে ড. আতিউর রহমান বলেন, ২০০৮-০৯ সালে বিশ্বের উন্নত দেশগুলো মূল ধারার অর্থনীতিতে অর্থায়ন করেছে। কিন্তু আমরা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে প্রকৃত অর্থনীতিতে অর্থায়ন করার চেষ্টা করেছি। এ কারণে উন্নত দেশগুলোর বিশ্ব অর্থনৈতিক মন্দায় থাকলেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি ব্যাংকিং খাত সব সময় অর্থনীতির চাকাকে সচল রাখে। এ চাকা যত বেশি ভালো ঘুরবে অর্থনীতিরও তত বেশি উন্নতি হবে।
গভর্নর বলেন, অর্থনৈতিক বিনিময় আধুনিকায়নে দেশব্যাপী এক বিপ্লব সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম আইটি সহায়তায় নানা বিপ্লব সৃষ্টি হয়েছে। যেমন অনলাইনে টাকা ট্রান্সফার, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সুপারভাজরি রিপোর্টিং অন্যতম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যন প্রফেসর ড. শাহ মো. আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।