
বৃহস্পতিবার ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের মহিলা কমিটি আয়োজিত ‘আনন্দ মেলা-২০১৪’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
তিনি ক্ষুদ্র ও মাঝারী ধরনের উদ্যোক্তা তৈরি করে নারীর প্রতিভা বিকাশের মাধ্যমে উন্নয়ন অগ্রগতির সকল কর্মকা্লে নারীদের সম্পৃক্ত করে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে নারী উদ্যোক্তাসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
খাদ্য সচিব মোশফিকা ইকফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক সচিব আবু আলম শহীদ খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটির সম্পাদিকা প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।