রাজধানী ঢাকা শহরের সব অবৈধ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার রাতে হোটেল সোনারগাঁয়ে সোসাইটি অব নিউরোলজি বাংলাদেশের আয়োজিত ‘আন্তর্জাতিক নিউরোলজি সেমিনার ২০১৪’ এর সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
নাসিম বলেন, মোহনা হাসপাতালের ডাক্তারদের অবহেলার কারণে আমার খুব কাছের বন্ধু সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী মারা গেছেন।
মোহনা যেমন হাসপাতাল সেখানকার ডাক্তাররাও তেমন উল্লেখ করে তিনি বলেন, এসব ডাক্তারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দ্বীন মো. নুরুল হক।