লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলামসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চন্দ্রগঞ্জ থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম ও জুয়া খেলার সময় সাত জুয়াড়িসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।