নিবন্ধন ছাড়া আর কোনো এনজিও বাংলাদেশে কাজ করতে পারবে না- এমন বিধান রেখে স্বেচ্ছাসেবী কার্যক্রমে বৈদেশিক অনুদান রেগুলেশন আইন-২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য এতে উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের বলেন, এনজিওগুলোর নিবন্ধনের বাধ্যবাধকতা রেখে `বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪` এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি আরো বলেন, এতে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে একটি মাদার অ্যাকাউন্ট থাকতে হবে এবং অনুমতি ব্যতিরেকে কোন প্রজেক্ট হাতে নেয়া যাবে না।