শিল্পী মেহের আফরোজ শাওনের টেলিভিশনে প্রথম আসা ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ছোটবেলা থেকে নাচের সাথে করেছেন গানের চর্চা।
১৯৮৯ সালে শিশুশিল্পী হিসেবে তুরস্কে গিয়ে রেডিওতে গান করেন তিনি।
কিশোরী বয়স থেকে কোন গান একবার শুনে হুবহু একভাবে গাইতে পারতেন তিনি।এজন্য শাওনকে টেপরেকর্ডার বলতেন হুমায়ূন আহমেদ।
‘শ্রাবণ মেঘের দিন’ থেকে শুরু করে হুমায়ূন আহমেদের অনেক চলচ্চিত্রেরই গানের চিত্রায়ন করেছেন তিনি।
তাঁর দুই সন্তানদের মধ্যে নিজের চাইতে বেশি হুমায়ূন আহমেদের ছায়া দেখতে পান তিনি।