গত ঈদুল আযহায় একটি নাটকে মোশাররফ করিম ও ফারিয়ার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত নাটকটি নির্মিত না হবার কারণে তাদের দুজনের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তবে অবশেষে এবার তারা দুজন একসঙ্গে কাজ করেছেন। শেখ সেলিমের নির্দেশনায় ও সাগর জাহানের রচনায় ‘এক বিরাট সংবর্ধনা’ নাটকে তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। গতকাল বৃহস্পতিবার নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তাকে ভালোবাসায় আবদ্ধ করতেই মোশাররফ করিম একটি রিয়েলিটি শোতে যান। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। এগিয়ে যায় নাটকের গল্প। মোশাররফ করিম বলেন, ‘ফারিয়ার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। অভিনয়ে নিজেকে রপ্ত করার প্রবল আগ্রহ আছে তার। বিষয়টি নতুন জেনারেশনের অনেকের মাঝে কম দেখা গেলেও ফারিয়ার আগ্রহ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তার জন্য আমার শুভ কামনা রইল। সেইসঙ্গে পরিচালক শেখ সেলিমের কাজও বেশ গুছানো।’ ফারিয়া বলেন, ‘মোশাররফ ভাই অভিনেতা হিসেবে অসাধারণ। নাটকের শুটিংয়ের সময় তিনি আমাকে যেভাবে চরিত্র বুঝিয়ে দিয়ে অভিনয়ে সহযোগিতা করেছেন তা সত্যিই বলে বোঝানোর মতো নয়। বিশেষ করে একটি এলাকার আঞ্চলিক ভাষা আয়ত্ত করে তা বলার ব্যাপারে মোশাররফ ভাইয়ের সহযোগিতার কথা কোনোদিনই ভোলার নয়। নাটকটি অনেক ভালো হয়েছে। আশা করি ভালো লাগবে দর্শকের।’ পরিচালক শেখ সেলিম জানান খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। মোশাররফ করিম এরই মধ্যে শেষ করেছেন আলমগীর রুমানের নির্দেশনায় ‘ক্ষুধা’ নাটকের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন তার স্ত্রী জুঁই করিম। অন্যদিকে ফারিয়া এর আগে সর্বশেষ অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে।